শুন হে নাগর রায়।
কি বলিব রাঙ্গা পায়।।
আমরা কুলের ঝি।
তোমারে বলিব কি।।
যে ভজে তোমার পায়।
যে জন তোমারে ধ্যায়।।
আন কি জানিয়ে মোরা।
তুমি নয়নের তারা।।
যে বল সে বল মোরে।
ছাড়িতে নারিব তোরে।।
তোমার মুরলী শুনি।
ধাইয়ে আইনু আমি।।
শুন হে পুরুষ ভূষণ।
তুয়া মুখে এমন বচন।।
কি বলিব আমরা অবলা।
আমি হই দাসী পনসারা।।
চণ্ডীদাস কিছু গুণ গায়।
অদভুত শুনি যে হেথায়।।