শুন হে কমল-আঁখি।
এ দেহ সেখানে পরাণ এখানে
শুধু দেহ আছে সাখী।।
সকল তেজিয়ে শরণ লয়েছি
ও দুটি কমল পায়।
ঠেলিয়া না ফেল ওহে বাঁশীধর
যে তোর উচিত হয়।।
তিলেক না দেখি ও মুখমণ্ডল
মরমে না শুনে আন।
দেখিলে জুড়ায় এ পাপ পরাণ
ধড়ে আসি রহে প্রাণ।।
যেমন ঘরের দীপ নিভাইলে
অন্ধকার হেন বাসি।
তেন মত তুমি লোচন সবার
হেনক আমরা বাসি।।
সকল ছাড়িয়ে যে লয় শরণ
তাহারে এমতি কর।
তুমি সে পুরুষ ভূষণ শকতি
বাঞ্ছাসিদ্ধি নাম ধর।।
চণ্ডীদাস বলে শুন গোপনারি
কি শুনি দারুণ বাণী।
সরস বচনে সিচহ যতনে
যতেক কুলের নারী।।