শুন শুন সুন্দর শ্যাম।
রাইক প্রেম পরিণাম।।
তোহারি দরশ লাগি সোই।
সখি-আগে পুন পুন রোই।।
কহই দেখাও প্রাণনাথ।
অবহুঁ মিলাও মঝু সাথ।।
তোহারি অবশ নহ শ্যাম।
সাধহ হামারি মনকাম।।
ঐছন শুনইতে বাত।
পরিজন-হৃদি শেল-ঘাত।।
কহইতে আওলুঁ হাম।
রাধামোহন-পহুঁ ঠাম।।