শুন শুন সুন্দর নাগর-রাজ।
সো ধনি বৈঠয়ে গুরুজন-মাঝ।।
মুগধি গোঙারি কবহুঁ নাহি সঙ্গ।
শুনইতে রোখব ঐছন রঙ্গ।।
বিপরীত বাণি কহলি তুহু মোয়।
কৈছনে ঐছন সঙ্গতি হোয়।।
ইথে এক অনুভব আছয়ে তায়।
বিহি যদি তাহে কছু করয়ে সহায়।।
মাধবি-করু কুসুম অনুপাম।
তাঁহা তুহুঁ যাই অব করহ বিশ্রাম
হাম অব যাইয়ে রাইক ঠাম।
গোবিন্দদাস কহত পরমাণ।।