শুন শুন সুন্দরি বিনোদিনী রাই।
তোঁহা বিনু কারু নই তোঁহারি দোহাই।।
তুয়া দরশন লাগি সদা প্রাণ কান্দে।
ধৈরজ ধরিতে নারি হেরি মুখ চান্দে।।
অখিল সম্পদ মোর তুয়া মুখশশী।
মুরলীতে তুয়া নাম গাই অহনিশি।।
গোলোক ছাড়িয়া আইলাম সুখের বিলাস।
তুয়া দরশন লাগি বৃন্দাবনে বাস।।
জগতে জানতে তুয়া অনুগত কান।
গোবিন্দদাসিয়া তাথে আছে পরমাণ।।