শুন শুন সুন্দরি বিনোদিনী রাই।
তোমা বিনা নাহি জানি তোমারি দোহাই।।
তোমা বিনা যেদিকে চাই সেই দিগ আন্ধিয়ারা।
মন-দুখ-মোচনি নয়নের তারা।।
তোমার লাগিয়া রাধে বৃন্দাবন করিলাম
গাইতে তোমার গুণ মুরলি শিখিলাম।।
তুয়া পুণ্যফলে আমি জগতের হরি।।
জগতে জানয়ে তুয়া অনুগত কান।
গোবিন্দদাস ইহ আছয়ে প্রমাণ।।