শুন শুন সহচরী চরিত অপার।
যাকর বশ রস কেলি কলপতরু
সবসুখ সাগর সার।।ধ্রু।।
ফুলি রসাল রহিক পিক যৈছন
মধুঋতু আনি দেখায়।
যৈছন যামিনী চান্দকি চান্দনি
তপত চকোরী পিবায়।।
তৈছন সহচরী সবগুণে আগোরী
হরিখ বরিখ বরিখায়।
মাধব আনি মিলায়লি মাধবী
হরিবল্লভ রস গায়।।