শুন শুন সখি তোহারে কহিয়ে
আজুক রভস কেলি।
পিয়ার সহিতে খেলিতে খেলিতে
ভৈগেলুঁ একই মেলি।।
আবির লইয়া নয়ানে দেওল
করে কচালিয়ে আঁখি।
হেনই সময়ে বয়ান চুম্বয়ে
তারে কেহুঁ নাহি দেখি।।
পিচকারি যেন বরখিয়ে ঘন
অরুণ বরণ নীর।
পুরুষ কি নারী চিনিতে না পারি
ঐছন ভেল গভীর।।
হেন বেলে পিয়া নিয়ড়ে আসিয়া
হাসিয়া কয়ল কোর।
এ উদ্ধবগীতি পিরীতি-আরতি
বন্ধুয়া জানয়ে তোর।।