শুন শুন সই কহি তোরে।
পীরিতি করিয়া কি হৈল মোরে।।
পীরিতি-পাবক কে জানে এত।
সদাই পুড়িছে সহিব কত।।
পীরিতি দুরন্ত কে জানে ভাল।
ভাবিতে পাঁজর হইল কাল।।
অবিরত বহে নয়ানে নীর।
নিলাজ পরাণে না বাঁধে থির।।
দোসর ধাতা পীরিতি হইল।
সেই বিধি্ মোরে এতেক কৈল।।
চণ্ডীদাস কহে সে ভাল বিধি।
এই অনুরাগে সকল সিধি।।