শুন শুন রাধা কহে সেই গুণী
শুনহ রসের গান।
তোমারে এ গান শ্রবণ করাতে
আইল মাধবী স্থান।।
মুখ তুলি চাও রসের প্রেয়সি
গাইয়ে একটি রাগ।
শ্রবণ পরশি এ গান শুনিতে
কতি যাব অনুরাগ।।
এ কথা শুনিয়া কহে সুধামুখী
শুনহ সুন্দরী রামা।
কহ কিছু গান শুনি কিছু তান
নবীন নাগরী শ্যামা।।
বীণাতে কেদার রাগ আলাপন
গাওই মুগধ রসে।
রাধা কৃষ্ণ নাম উঠে অনুপাম
শুনিতে শ্রবণ পাশে।।
এ চারি আঁখর বাজল মধুর
বীণাতে কহত রাই।
কেন বা মানিনী হয়েছ শ্যামেতে
মধুর মধুর গাই।।
সে হেন নাগর পরিহরি রোষে
কি সুখে আছহ বসি।
মলিন হইল সে মুখমণ্ডল
ঝলকে সে মুখ-শশী।।
মানে মন দুনু দেখি ক্ষীণ তনু
তেজি আভরণ-ভার।
বচন কহিছ তাতে নাহি রস
এত বা কিসের তার।।
সে হেন নাগর বিরস বদনে
আছয়ে মাধবীতলে।
বীণা গীত-তানে বুঝায় সঘনে
দীন চণ্ডীদাস বলে।।