শুন শুন মাধব না বোলহ আর।
কী ফল আছয়ে এত পরিহার।।ধ্রু।।
পাওলুঁ তুয়া সঞে প্রেমক মূল।
খোয়লুঁ সরবস নিরমল কুল।।
পুন কিয়ে আছয়ে তুয়া অভিলাষ।
দূরে কর কৈতব ভ্রমর তিয়াস।।
অলপে বুঝলুঁ হাম তুয়াক পিরীত।
নামহি যৈছে অন্তরে সোই রীত।।
কাহে দেয়সি তুহুঁ আপন দীব।
আছয়ে জীবন সেহ কিয়ে নীব।।
জ্ঞানদাস কহ কর অবধান।
তুয়া নিজ জনে কাহে এত অপমান।।