শুন শুন মাধব কি কহব আন ।
উপমা কি দেব রাধার পিরীতি সমান।।
খিতি রেণু গণি যদি গগনক তারা।
দুহুঁ করে শিঁচি যদি সিন্দুক বারা।।
অচল চলয়ে যদি চিত্র কহে বাত।
কমল ফুটয়ে যদি গিরিবর মাথ।।
দাবানল শীতল হিমগিরি তাপ।
বিষ ধরু শশধর সুধা ধরু সাপ।।
পূরবক ভানু যদি পশ্চিমে উদিত।
তভুশ বিপরীত নহে রাধার পিরীত।।
কহে কবিরঞ্জন শুন শ্যামরায়।
অনুগত জনেরে ছাড়িতে না জুয়ায়।।