শুন শুন বিনোদিনী রাই।
তোহে পুন কহিয়ে বুঝাই।।
কানুক ভাব যব হোই।
হিয়া মাহা রাখবি গোই।।
কোই জনু লখই না পার।
বেকত করবি কুলাচার।।
কানু উয়ব হিয় মাহা।
আন ছলে বিছুরবি তাহা।।
গুরু দুরুজন তুয়া পাপ।
দেখিলে দেওব বহু তাপ।।
থীব করবি সদা চীত।
ঐছন কুলবতি-রীত।।
পুন জনি ভাবহ আন।
ইহ কবিশেখর ভাণ।।