শুন শুন বাছা জীবন-কানাই
তুমি কি ছাড়িবে মায়।
স্ত্রীবধ পাতক ভয় নাহি মান
এই সে তোমাতে ভায়।
তাহাতে অকাল অঘাত বচন
আসি ধুচাওল সাধ।
* * * * * *
* * * *
কে জানে আনন্দ দুখ দিবে বলি
স্বপনে নাহিক জানি।
মথুরা গমন এ কথা শুনিতে
ফাটয়ে মায়ের প্রাণী।।
এ শোক পড়িল যখন হিয়ায়
তখনি জানিল ইহা।
তোমা না দেখিলে আর কি বাঁচিব
তেজব আপন দেহা।।
এ ঘরে আনল তেজায়ে এখনি
মরিব যমুনা-জলে।
এত পরমাদ তোমার কারণে
দীন চণ্ডীদাস বলে।।