শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখি তেঞি তোরে কই।।
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া।।
সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল।।
কি করিব কোথা যাব থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন।।
তাহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী।।
হিয়ার মাঝারে প্রেমঅঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি হইল।।
ফলফুলকালে এবে পড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি।।