শুন শুন নীলজ কান।
কৈছন মুরলিক গান।।
চন্দ্রাবলি বলি গীত।
এ কিয়ে চপল চরীত।।
শুনি ধনি কয়লহি মান।
কি করবি অব সমাধান।।
শুনি হরি সচকিত ভেল।
সো সখি সঞে চলি গেল।।
নাগর হেরইতে রাই।
অধিক রোখ নিরমাই।।
সমুখে যুড়িয়া দুই হাত।
নাগর কহে মৃদু বাত।।
হাম করু তুয়া গুণ গান।
না বুঝি করসি তুহুঁ মান।।
কাহে ভেলি অরুণনয়ান।
উদ্ধব দাস গুণ গান।।