শুন শুন নীলজ কান।
কা সঞে মাগিছ দান।।
সবে দধি ঘৃতের পসার।
কাহে করহ অবিচার।।
সহজই তুহুঁ সে অধীর।
ধর কুলবধুগণ চীর।।
রাজভয় নাহিক তোহার।
পথ মাহা এতহুঁ বেভার।।
গোপ গোপালগণ সঙ্গ।
অহনিশি কৌতুক রঙ্গ।।
তেঞি সাহস এত ভেল।
পরশহ কুলবতি চেল।।
বিপরীত কর পরিহাস।
কহ রাধাবল্লভ দাস।।