শুন শুন নিবেদন বিনোদিনী রাই।
তোমা বিনে ত্রিভুবনে মোর কেহ নাই।।
বাঁশী দাও মোরে লও বিনামূলে কিনি।
বাঁশী দান দেহ মোরে রাধা বিনোদিনী।।
এই বাঁশীর গুণেতে বনেতে চরাই গাই।
দিবা নিশি বাঁশীতে তোমার গুণ গাই।।
এই বাঁশী শুনি যমুনা বহয়ে উজান।
এই বাঁশী শুনি ভাঙ্গে মুনিজনের ধ্যান।।
এই বাঁশী তোমা ধনে আনিয়ে মিলায়।
এই বাঁশী গেলে রাই কি হবে উপায়।।
এত বলি কৃতাঞ্জলি করে শ্যাম রায়।
ক্ষমহে কিশোরী গোরী রাখ রাঙ্গা পায়।।
শ্যামেরে কাতর দেখি রাধা বিনোদিনী।
ইঙ্গিতে ললিতায় কহে বাঁশী দেহ আনি।।
রাধার ইঙ্গিত পেয়ে ললিতা যাইয়ে।
বাঁশীটি আনিয়া দিল হাসিয়ে হাসিয়ে।।
লওহে তোমার বাঁশী মোদের কিবা কাজ।
অকিঞ্চন দাস কহে বড় দিলা লাজ।।