শুন শুন নাগর সব গুণ আগর
তুহুঁ বর চতুর সুজান।
একলি সঙ্কেত- নিকেতনে সো ধনি
নয়ানে না হেরই আন।।
তোহারি গমন-পথ পুন পুন হেরত
সো অবিচল কুলবালা।
রতন প্রদীপ বাসাগৃহে সাজই
তুয়া লাগি গাঁথই মালা।।
এত কহি সহচরি তুরিতে গমন করি
কুঞ্জে ভেল উপনীত।
ভণ যদুনন্দন ও নন্দ-নন্দন
গমনহি উনমত-চীত।।