শুন শুন নাগর কান।
তুরিতে বেশ বনাহ যতন করি
যামিনী ভেল অবসান।।
শারী শুক কোকিল কপোত ঘন কুহরত
ময়ূর ময়ূরী করু নাদ।
নগরক লোক জাগি যব বৈঠব
তবহি পরব পরমাদ।।
গুরুজন পরিজন ননদিনী দুরজন
তুহ কি না জানহ রীত।
গোবিন্দদাস কহ উঠি চল সুন্দরী
বিঘটন কানুক পীরিত।।