শুন শুন ধনি সুন্দরি রাধে।
হরি যব আয়ব পূরব তুয়া সাধে।।
প্রবোধ বচনে ধরি ধনি আশোয়াস।
তুরিতহি আওল যাঁহা পীতবাস।।
এ হরি রহল জগ ভরি লাজ।
তোহে নহে সমুচিত ঐছন কাজ।।
রূপে গুণে কুলে শীলে কলাবতী নারি
কাঞ্চন কাঁচ বরণ ভেল তারি।।
বুঝই না পারই বয়ানকো বোল।
কণ্ঠ গতাগতি করে হিয়া উতরোল।।
কোই সখি রহে রাই আগোর।
কোই জল সেচই চামর চোর।।
যব তনু তেজব তুয়া অনুরাগে।
গোবিন্দদাস কহে তুয়া বধ ভাগে।।