শুন শুন গুণবতী রাই।
তো বিনু আকুল কানাই।।ধ্রু।।
সো তুয়া পরশক লাগি।
ছটফটি যামিনি জাগি।
খিনতনু মদন-হুতাশে।
তেজই উতপত শাসে।।
চীত-পুতলী সম দেহ।
মরম না বুঝয়ে কেহ।।
পুছিতে কহয়ে আধ ভাখি।
নিঝরে ঝরয়ে দুটি আঁখি।।
জ্ঞান কহয়ে তোহে সার।
করহ গমন-উপাচার।।