শুন শুন গুণবতি রঙ্গিণি রাই।
তোহে হেরি হিয় বিকল মাধাই।।
তুহুঁ কি কহলি দিঠি অঞ্চলে তায়।
তবধরি আন স্বপনে নাহি ভায়।।
তুয়া তনু অনুখণ করই ধিয়ান।
সো সুপুরুষবর হরল গেয়ান।।
কহইতে উনমত তুয়া পরসঙ্গ।
কাঁপই ঘনঘন ঘন যিনি অঙ্গ।।
তেজই নিশাস না নিসরই বাত।
লোচন ছলছল জল বহি যাত।।
নরহরি নিছনি ঐছে অনুরাগি।
পেখহ যাই যৈছে তুয়া লাগি।।