শুন শুন ওগো পরাণ সজনি
বলিয়ে মরম বেথা।
রাখিবে গোপনে না কহিবে আনে
এ অতি লাজের কথা।।
অলপ রজনী কি জানি কি খেণে
শুতিলু অলস দে।
কিবা অপরূপ স্বপনে দেখিলুঁ
না জানি নাগর কে।।
কিশোর বয়েস রসময় বপু
জলদ জিনিয়া রূপ।
চাঁদমুখে হাসি খসয়ে অমিয়া
কি নব মদন ভূপ।।
বরিষয়ে খর- তর শর অতি
চঞ্চল লোচন কোণে।
নরহরি রহু নিছনি তাহাতে
যুবতি জীয়ে কি প্রাণে ।।