শুন শুন এ সখি নিবেদন তোয়।
মরমক বেদন জানসি মোয়।।
বৈঠয়ে নাহ চতুরগণ মাঝ।
ঐছে কহবি যৈছে না হোয় লাজ।।
সখিগণ মাঝে চতুরি তোহে জানি।
আদর রাখি মিলায়বি আনি।।
অব বিরচহ তুহুঁ সো পরবন্ধ।
কানুক যৈছে হোয়ে নিরবন্ধ।।
জীবন রহিতে নাহ যদি পাব।
গোবিন্দদাস তব তুয়া যশ গাব।।