শুন শুন এ সখি কর অবধান।
সে যে রমণী নিল হামারি পরাণ।।
যবধরি না দেখিয়ে সো চাঁদ মুখ।
তবধরি মদন দ্বিগুণ দেই দুখ।।
ঝর ঝর অনুখন এ দুই নয়ান।
জরজর অন্তর না যায়ে পরাণ।।
তা সঞে রভস-রস যদি নাহি হোয়।
নিচয়ে না জীয়ব কহলম তোয়।।
দুই এক পলকে মিলব বরনারী।
যদুনন্দন তব যাঙ বলিহারি।।