শুন শুন এ মনোমোহন কান
সো বিধুবদনী চকিতে তুয় মাধুরি
হেরইতে হরল গেয়ান।।
বিগলিত বেশ বসন নাহি সম্বরু
পুলকবলিত প্রতি অঙ্গ।
সখী সহ আন বচন নাহি অনুখণ
কহই তুয়া পরসঙ্গ।।
ধরই ধিয়ানে প্রাণ নিরমঞ্ছই
বিঘটল কুলভয় লাজ।
খণে কত বেরি করই ঘর বাহির
বিসরিত গুরজন কাজ।।
খঞ্জন নয়ন ঝরই দিন যামিনী
উপজল নিরুপম নেহ।
নরহরি কতহি যতনে পরবোধই
তবহি না বাঁধই থেহ।।