শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও।
সোনার বাঁশরি এসেছি পাসরি আমারে আনিয়া দাও।।
ক্ষীর সর ননী খাওয়াইব আমি শুন রে বানরগণ।
এত শুনি সভে মনে মনে ভাবে যাবট পুরেতে জান।।
জটিলার ঘরে চালের উপরে দুয়ার বসিয়ে কত।
অয়াকার করে সহিতে না পারে গালি দেয় অবিরত।।
ঘরের ভিতর শিকার উপরে ভাণ্ড ভাঙ্গি ননি খায়।
দন্ত কিড়িমিড়ি করয়ে বানর দেখিয়ে তরাস পায়।।
অনেক কালের পুরাণ বেসালি ভাঙ্গিয়া ফেলিল তারে।
কুটিলার হাতে আছিল মুরলি কুলুপ ফেলিয়া মারে।।
মুরলি পাইয়া আনন্দিত হইয়া গোবর্দ্ধন পর্ব্বতে যায়।
মুরলি পাইয়া আনন্দিত হইয়া হাসয়ে গোবিন্দ রায়।।
মুরলি লইয়া শ্রীবদনে দিয়া ধবলি বলিয়া ডাকে।
হৈ হাম্বা করি উচ্চৈঃস্বরে হরি দাঁড়াইল গোবিন্দ নিকটে।।