শুন মাধব অব নাহি জিয়ত রাধা।
সোঙরি তোহারি গুণ অন্তরে পুন পুন
বাচল মদন কি বাধা।।
ক্ষণে ক্ষণে উঠল ক্ষণে ক্ষণে বৈঠত
তেজি শয়ন সুখ রঙ্গ।
ক্ষেণে ক্ষেণে কহে ধনি রমণি-শিরোমণি
কবে হবে তাকর সঙ্গ।।
রাইক এসব বিরহক বেদন
শুনইতে নন্দকিশোর।
মদন কলারসে অন্তর জর জর
রভসে প্রেমরসে ভোর।।
তবহি কহে হরি শুন শুন সহচরি
ছোড়ত সব অভিমান।
সোই কলাবতি আনি মিলায়বি
এক বেরি রাখবি পরান।।
শ্যামের বচন শুনি ধনি সহচরি
হরি করে ধরা করু সাজ।
গোবিন্দদাস ভণে রাইক দরশনে
সাজল সামর রাজ।।