শুন গো মরম-সখি।
কানুর পীরিতে পরাণ না রহে
বড় পরমাদ দেখি।।
কিবা সে কুদিনে দেখিলুঁ সেজনে
নয়ান পসারি দুটি।
সেই দিন হতে আন নাহি চিতে
পীরিতি-আনলে ছুটি।।
আন সে আনলে বারি ঢালি দিলে
তখনি নিবায়ে যায়।
মনের আগুন নিবাইব কিসে
দ্বিগুণ জ্বলয়ে তায়।।
বন পুড়িছে যে বনের আগুনে
দেখয়ে জগৎ-লোকে।
এ বড় বিষম শুন গো সজনি
জ্বলে উঠে বিনি ফুকে।।
হের দেখ সখি অঙ্গে হাত দিয়া
উঠিছে বিরহ-আগি।
সে শ্যাম-বিচ্ছেদ নেবারিতে নারি
সদা কাঁদি তার লাগি।।
চণ্ডীদাসে বলে শুন বিনোদিনি
মিছাই ভাবনা কর।
শ্যামের কলঙ্ক চন্দন করিয়া
হৃদয়ে যতনে পর।।