শুন গো মরম সই
মোর মনের দুখ।
শ্যামবন্ধু না দেখিয়া
বিদরিছে বুক।।
হাস্যা হাস্যা আস্যা কভু
দাঁড়াইত নাছে।
সেই অভি- লাষে ওগো
থাক্তাম গৃহ মাঝে।।
যে দিন হৈতে বেণু নিলে
ননদ বিড়ালী।
সেই দিন হৈতে নন্দের পোয়ে
আইসে নাকো বাড়ী।।
পাশ পড়শীর বাড়ী আইসে
অম্নি অম্নি যায়।
পথে ঘাটে দেখা হৈলে
ফিরিয়া না চায়।।
লোচন বোলে ওগো দিদি
গেল মেনে জানা।
বুঝিলাম যে নন্দরাণী
কর্যা থাক্বে মানা।।