শুন কমলিনী বহদিন হইতে।
হিয়াতে সাধ মোর চরণ সেবিতে।।
দাস করি লেহ মোরে ও রাঙ্গা চরণে
সখির সমাজে মোর রহুক ঘোষণে।।
এক দিঠে চাহে ধনি বঁধু-মুখ-পানে।
কত শত ধারা বহে ও দুই নয়ানে।।
চিত পুতলী ধনি ধূলায় লোটায়।।
হেরি মুরছিত ভেল বিদগধ রায়।।
চৌদিকে সখিগণ করে হায় হায়।
কোন সখি কহে অব কি করি উপায়
কান্দিয়া ললিতা কহে উঠ প্রাণ রাই।
সহচরীগণ তবে শ্যামেরে জাগাই।।
সখিগণ যুগতি করিল অনুপাম।
দুঁহাকার শ্রবণে কহয়ে দুহুঁ নাম।।
বহুক্ষণে শ্রবণে পৈঠল সোই বোল।
আঁখি মিলে দুহুঁ জন উঠল তনু মোড়।।
অচেতন ছিলা দোঁহে সচেতন ভেল।
সহচরীগণ-মন-দুখ দূরে গেল।।
বসিল নিকুঞ্জ বনে রাই বাম পাশ।
দুহুঁ রূপ নিরখই গোবিন্দদাস।।