শুনি সখি বচন মনহি অনুমান।
নাগরিবেশ বনাওল কান।।
আগু পদ বাম বামগতি চাহনি
বামাকুণ্ডল অনুপামা।
বাম ভুজে বসন ঢুলায়ত ঘন ঘন
যৈছন পেখলুঁ শ্যামা।।
পটঅম্বর পরি অভিনব নাগরি
ঐছনে কয়ল পয়ান।
চারু সিঁথা পরি কামসিন্দূর পরি
লখই না পারই আন।।
এমন চতুরবর কবহুঁ না পেখলুঁ
এ মহিমণ্ডল মাঝে।
মণিময় কঙ্কণ দুহু ভুজে সাজন
শঙ্খ শোভয়ে তছু মাঝে।
পদতল অরুণ- কিরণ মণি পেখলুঁ
তেঞি হোয়ত অনুমান।
জ্ঞানদাস কহে রাইক মন্দিরে
নাগর কয়ল পয়ান।।