শুনি ধনি-শিরোমণি মাধব-লেহ।
ভূললি তনু মন ধন জন গেহ।।
অপরূপ প্রেমকো রঙ্গে।
পহিরি না পাবই আভরণ অঙ্গে।।
উথলল মনমথ-সিন্ধু-হিলোল।
ভরমে উঘাড়ত মরমকো বোল।।
রস ভরে মন্থর চলই না পারি।
নিন্দই যৌবন জঘনকো ভারি।।
কত শত মনোরথ আগে আগুসার।
দামোদর সঙ্গে রঙ্গে করু অভিসার।।