শুনি দূতী বোলে শুন শুন ওগো ধনি।
তোমাকে নিশ্চয় কৃষ্ণ মিলাইব আনি।।
রাইকে প্রবোধি সহচরী চলি গেলা।
কোথা আছে শ্যামারায়ে খুঁজিতে লাগিলা।।
প্রতি কুঞ্জে হেরি হেরি না পাইল শ্যাম।
তথাপি চলিল দূতী শ্যামকুঞ্জ-ধাম।।
সেখানে না দেখি দূতী রাধাকুণ্ডে চলে।
দেখিল শ্যাম-নাগর শূতে ভূমিতলে।।
কৃষ্ণকে দেখিল দূতী বিরহ হৈয়াছে ।
শয্যা তেজি নটবর ভূমিতে পড়িছে।।
কৃষ্ণ-দশা দেখি দূতী আকুল হৈল।
রাধা রাধা বলি কৃষ্ণ কর্ণে ফুকারিল।।
রাই নাম শুনি শ্যাম নয়ানে চাহিল।
চণ্ডীদাস বোলে শ্যাম চেতনা পাইল।।