শুনিয়ে আভীরিণী চিতগত বোল।
মাধব কহে কেন এত উতরোল।।
হাম মাথুর নাহি করব পয়ান।
দৃঢ়তর বচন বিচল নাহি জান।।
অবহুঁ বিরহ-দুখ দূরে দেহ ডারি।
কবহু না যাওব তুয়া গুণ ছোড়ি।।
কত পরবোধই রসময় কান।
যৈছে অবলাকুল প্রবোধই মান।।
সকল সমাধিয়ে চলল মুরারি।
চণ্ডীদাস তহি হৃদয়ে বিচারি।।