শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা
কহে তুমি যাহ পুনর্ব্বার।
যাঁহা যজ্ঞপত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে
শুনিলে নৈরাশ নহে আর।।
শুনি আর বার ধাই যজ্ঞপত্নী স্থানে যাই
কৃষ্ণআজ্ঞা কহিলা সত্বর।
কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে
ইথে মোরে কি কহ উত্তর।।
শুনি কৃষ্ণপরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ
থরে থরে থালী সাজাইয়া।
দিব্য অন্ন ভরি ভরি চলিলা যে সারি সারি
কুলভয় লজ্জা তেয়াগিয়া।।
আর এক মুনির নারী তার পতি করে ধরি
রাখিলা নির্জ্জন গৃহে তারে।
যাইবারে না পাইয়া নিজ তনু তেয়াগিয়া
শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে।।
নানা অন্ন ব্যঞ্জন লৈয়া মুনিপত্নীগণ
যেখানে বসিয়া রামকানু।
নবঘন শ্যাম দেখি প্রেমে ছলছল আঁখি
সমর্পিল অন্ন সহ তনু।।
নিরখিয়া শ্যামরূপ কি কোটি কন্দর্পভূপ
পদতলে করয়ে নিছনি।
এ উদ্ধবদাস কয় লখিলে লখিল নয়
অখিল অমিয়ারসখনি।।