শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা।
নিজালয়ে গেল গৃহকর্ম্মআকুলিতা।।
সুবদনী আসি কৈল মুখপ্রক্ষালন।
দন্তধাবন আদি কৈল সমাপন।।
নিজগৃহে সখী সঙ্গে হাস্য পরিহাসে।
কত কত উপজিল রস পরকাশ।।
এ যদুনন্দন কহে সখী সঙ্গে রাই।
রজনি রভস কথা কহয়ে তথাই।
শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা।
নিজালয়ে গেল গৃহকর্ম্মআকুলিতা।।
সুবদনী আসি কৈল মুখপ্রক্ষালন।
দন্তধাবন আদি কৈল সমাপন।।
নিজগৃহে সখী সঙ্গে হাস্য পরিহাসে।
কত কত উপজিল রস পরকাশ।।
এ যদুনন্দন কহে সখী সঙ্গে রাই।
রজনি রভস কথা কহয়ে তথাই।