শুনিঞা মধুর মুরলীতান
সহিল নহিল রসের প্রাণ
অন্তরে ভেদল মদন-বাণ
চলল নিকুঞ্জ মাঝে রে।
অঙ্গে পহিরল জলদ-বাস
বিধির অবধি লাস বিলাস
মধুর মধুর কোমল হাস
কঙ্কণ কিঙ্কিণী বাজে রে।।
চাঁচর চিকুরে কবরী সাজ
রতন-জড়িত খোপার সাজ
কুন্দ কনয় মাঝহিঁ মাঝ
মল্লিকা মালতী ঘেরিঞা।
জিনি সরোরুহ চরণ দ্বন্দ্ব
নখমনি তাহে বিধুকে নিন্দ
রসের আবেশে গমন মন্দ
মদন কান্দয়ে হেরিঞা।।
রচিঞা মঙ্গলকেলি সুসাজ
চৌদিগে বেঢ়িঞা নাগরি রাজ
প্রবেশ করল নিকুঞ্জ মাঝ
মিলল তহিঁ শ্যামরায় রে।
নয়নে নয়নে মীলল কাহ্ন
উপজল কত রসের বান
ও রসসাগরে গোবিন্দ ডুবল
কি দিব উপমা তায় রে।।