শুনহ রাজার ঝি।
লোকে না বলিবে কি।।
মিছাই করিলি মান।
তো বিনু আকুল কান।।
অনত সঙ্কেত করি।
তাহা জাগাইলি হরি।।
উলটি করসি মান।
বড়ু চণ্ডীদাস গান।।