শুনহ নিরদয় হৃদয় মাধব
সে যে সুন্দরী রায়।
বিরহ জরে জরি কনক মঞ্জরী
রহল রূপক ছায়।।
আওয়ে মধু-ঋতু মঝুর যামিনী
কামিনী-চিত-চোর।
কুসুম-সায়ক জিবন-গাহক
তুহুঁ সে মধুপুরে ভোর।।
অঙ্গ ছটফটি কৈছে মীটব
তপত সহচরি-অঙ্গ।
নয়ন-পঙ্কজ জোরে ঝরঝর
লোরে মহি করু পঙ্ক।।
এতহি বিরহে আপহি মুরছই
শুনহ নাগর কান।
প্রতাপ আদিত এ রসে ভাসিত
দাস গোবিন্দ গান।।