শুনহ নিকরুণ কান।
তুয়া রাই ভেল নিদান।।
যব পরশে সরসিজশেজ।
তব চমকে জনু জিউ তেজ।।
তাহে শরদযামিনিকান্ত।
হেরি জীবন তেজব নিতান্ত।।
যব রোয়ত সহচরি মেলি।
তব রচিয়ে পুরুবক কেলি।।
যব হেঁট করি রহু শির।
তব সবহুঁ স্তবধ শরীর।।
যব তাপ উপজয়ে অঙ্গও।
তব যৈছে দহনতরঙ্গ।।
যব সঘনে কাঁপয়ে দেহ।
তব ধরিতে নারয়ে কেহ।।
যব তেজই দীঘ নিশাস।
তব দূরে রহু জ্ঞানদাস।।