শুনহ নাগর নিবিবন্ধ ছোড়।
গাঁঠিতে নাহি সুরত-ধন মোর।।
সুরতক নাম শুনল হম আজ।
ন জানিয়ে সুরত করয়ে কোন কাজ।।
সুরতক খোজ করব যাঁহা পাও।
ঘরে কি আছয়ে নাহি সখিরে সুধাও।।
বেরি এক মাধব সুন মঝু বানি।
সাখি সয়েঁ খোজি মাগি দিব আনি।।
মিনতি করয়ে ধনি মাগে পরিহার।
নাগরি-চাতুরি ভন কবি-কণ্ঠহার।।