শুনহ একু অব ধান মাধব
গহনে পড়ু ধনি জীব রে।
গুরুয়া বিরহে সে বিকল শশিমুখি
লখই জনু দিনদীপ রে।।ধ্রু।।
ধরণি ধামিনি ধূলি ধূসর
ধনি না সম্বর চীর রে।
মাহ শাঙন বরিখে যৈছন
ঐছন নয়নক নীর রে।।
শাসভরে কুচ- কুম্ভ উপর
চীর থির নাহি থেহ রে।
পবনে কম্পিত কনক ভূধর
শিখরে শারদ মেহ রে।।
শুনহ নাগর বিরহ সাগর
তরাহ অপার বারি রে।
কুসুমশরশরে দেহ জরজর
মুরছি পড়ু বরনারী রে।।
কুমুদিনীদল কিরণে তাপিত
ঐছে ঝামর দেহ রে।
ভরমে বিখধর হার তেজল
জিবনে পড়ল সন্দেহ রে।।
এতহুঁ সখিগণ সিঁচই চন্দন
গরল সম উঠে ভীত রে।
কো কহে সাধক কো কহে বাধক
শেখর কহ বিপরীত রে।।