শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ।
ব্রজপুর প্রেম করব পরকাশ।।
গোপ গোপাল সব জন মেলি।
নদীয়া নগর পর করবহুঁ কেলি।।
তনু তনু মেলি হোই এক ঠাম।
অবিরত বদনে বলব তুয়া নাম।।
ব্রজপুর পরিহরি কবহুঁ না যাব।
ব্রজ বিনু প্রেম না হোয়ব লাভ।।
ব্রজপুর ভাবে পূরব মনকাম।
অনুভবি জানল দাস বলরাম।।