শুনরে সুবল ভাই বলিরে তুমারে।
রাধার মহিমাগুণ কে কহিতে পারে।।
বেদবিধি অগোচর শ্রীরাধার নাম।।
নামের মহিমা যার নাহিক উপাম।।
কিবা রাত্রি কিবা দিনে মুরলীতে গাই।
মনের আনন্দে হয়ে ওর নাহি পাই।।
এই মোর মনে হয় কহিয়ে তুমারে।
অবিরত রাধাপদ সেবা করিবারে।।
যে পদ সেবিলে ভাই সফল জীবন।
ভাগ্যবতী গোপিগণ করয়ে সেবন।।
শ্রীমুখে অমৃতবাণী শুনয়ে শ্রবণে।
ও চান্দ-বদন মুখ হেরি রাত্রিদিনে।।
এতেক বলিয়া শ্যাম ছাড়য়ে নিশ্বাস।
চরণ সেবিব কবে কহে জ্ঞানদাস।।