শুনগো পরাণদুতি অবে কি করব।
কালা যদি না আইল নিশ্চয় মরব।।
এ বেশ-ভূষণ আমি না রাখিব গাএ।
যদি না পাই অব শ্যাম হত্যা দিব তাএ।।
তাহার মিলিবা আশে সেজাইলুঁ শেজ।
অবে কেন না আইল সে নাগররাজ।।
জানিলুঁ জানিলুঁ সখি সে শঠ-পিরীতি।।
আমাকে কহিঞা গিল কোন্ নাগরী কতি।।(কাছে ?)
সে কালিয়া চান্দ সঙ্গে যে পিরীতি কএ।
চণ্ডীদাস বোলে সখি অত দশা দিএ।।