শুনইতে সব অঙ্গ উলসিত মোর।
ভেটব সমর ধীর সখি তোর।।
সঙ্গক রঙ্গ হৃদয়ে মঝু আছ।
আগে তুহু সরবি সরব হাম পাছ।।
এ সখি রঙ্গিণী তুহু নাহি ডরবি।
হামারি বীরপণ হেরি কিয়ে মরবি
সিংহ মতঙ্গ কুরঙ্গ নহে কোই।
ত্রিভুবনমোহন সোহন হোই।।
ঋতুপতি কোটী ছোটী করি মান।
মনমথ কোটী মথন হাম কান।।
কি করব অলিকুল মন্ত্র উচার।
শ্যাম ভ্রমর যাহা কয়ল বিহার।।
অবলা কিকরব রণ রণক্ষীনা।
সহচরীগণ যুগতি-বিহীনা।।
কিয়ে ছিয়ে ফুলধনু কুসুমক বাণ।
হিয়া মণি কিরণহি করব মৈলান।।
ভাঙ টান মঝু বিশিক কটাখ।
বরিখনে জর জর করব হি তাপ।।
ভুজযুগ পাশে করব হিয় বন্ধ।
গিরব গিরায়স করি কত ছন্দ।।
সো ধনী করস যব কঞ্চুক সন্না।
নখর কৃপাণে করব হাম ভিন্না।।
নিরদয় হৃদয় কপাটক চাপে।
লাখব কুচগিরি আপন প্রতাপে।।
মনরথ জঘন করব অবলম্ব।
যুঝব যুধায়ব করি কত দম্ভ।।
নব পল্লব জিনি অধর সুধাতে।
করব বিখণ্ডন দশন বিঘাতে।।
তব যব দৈব করব বিপরীতে।
ঐছন যুকতি কয়ল হাম চিতে।।
সরবস দেই লেয়ব তছু শরণে।
প্রাণ পরাজিত সোঁপব চরণে।।
জনমে জনমে পদ সেবন আশে।
গোবিন্দদাস চিতে বড়ই উল্লাসে।।