শুনইতে মাধব বিরহ বেয়াকুল
কম্পই ভানু-কিশোরী।
লোচন লোরহি ভিগল অম্বর
অঙ্গ সম্বরি নাহি পারি।।
সুন্দরী চলতই কানুক পাশে।
যৈছে চাতকিনী হেরি নবাম্বুদ
ধায়ই পরম পিয়াসে ।।
চির চিকুর কিছুই নাহি সম্বরু
পথ বিপথ নাহি জানে।
বিপুল নিতম্ব ভরে গতি অতি
মন্থর নিমিখ কোটী যুগ মানে।।
যো পদ নব নব কমল সুকোমল
ধরণী পরশে ভয় লাগে।
সো অব কণ্টক সঙ্কট বাটহি
রোপি ধায়ল অনুরাগে।।
বিরহে বিমোহিত ভূতলে সোয়ই
যাহা নব নাগর কান।
সোই কুঞ্জে ধনি দূতি আগে করি
হেরি রহু কমল নয়ান।।
প্রিয় সহচরী শ্রবণহি কহতহি
এ ব্রজ-জীবন কান।
আয়ল তোহারি প্রাণপ্রিয়ে রাধিকে
হেরহ মেলিয়া নয়ন।।
রাইক নাম শ্রবণে যব শুনল
হেরইতে রাইক অঙ্গ।
গোবিন্দদাস কহ বিরহ দূরে গেও
উথলল প্রেমতরঙ্গ।।