শুনইতে গৌরাঙ্গ-খেদ
মঝু বুক নহে কাহে ভেদ।।
রোই কহয়ে শুন মাই।
বিরহ-জ্বরহি জ্বরি যাই।।
পুট-পাক শত-গুণ লেখ।
মঝু তাপ আগে সোই রেখ।।
কালকটু শত-গুণ মান।
সো নহ অছুক সমান।।
বজরক শত-গুণ আগি।
সো ইহ আগে রহু ভাগি।।
হৃদয়-নিমগন শেল।
তা সঞে অধিকহ ভেল।।
শত-গুণ বিসুচি বেয়াধি।
তা সঞে ইহ বড় আধি।।
গৌরক শুনি ইহ ভাষ।
ভণ রাধামোহন দাস।।